কড়া নজর প্রতিবেদকঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানা এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে মহানগরীর বারবৈকা মধ্যপাড়া এলাকা থেকে মুখে রক্তমাখা অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সি ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
থানাসূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের শরীরে বেশ কিছু জায়গায় জখমের চিহ্ন রয়েছে বলে জানা যায়। তার পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট রয়েছে। নিহত যুবকের পরিচয় উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।