কড়া নজর প্রতিবেদকঃ
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া ওয়াশিং প্লান্ট কারখানার সামনে ডিভাইডারের মাঝখানে বকুল গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ওসি মো. মাহাতাব উদ্দিন জানান, স্থানীয় লোকজন খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।
জয়দেবপুর থানা পুলিশের সহযোগিতায় গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডি কর্মকর্তারা পরিচয় নিশ্চিত ও মূল ঘটনা উদঘাটনের জন্য প্রাথমিক তদন্ত শেষ করে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান তিনি।