কড়া নজর প্রতিবেদকঃ
গাজীপুরের কাশিমপুর উপজেলায় হাতিমারা উপজেলার লিবাস টেক্সটাইল লিমিডেট পোশাক কারখানায় কর্মরত অবস্থায় মাথা ঘুরে মেশিনের ওপর পড়ে নিহত হয়েছেন মকবুল হোসেন (৫০) নামক এক শ্রমিক।
সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হাতিমারা এলাকায় অবস্থিত লিবাস টেক্সটাইল লিমিটেডে এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক।
এসআই মোজাম্মেল হক জানান, কারখানায় কাজ করার সময় মাথা ঘুরে মেশিনের ওপর পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায় মকবুল হোসেন। কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মকবুলকে উদ্ধার করে পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।