কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বাসের চাপায় শেফালী আক্তার (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেফালী নীলফামারীর ডিমলা উপজেলার চালাইহাটি গ্রামের বকুল মিয়ার স্ত্রী। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়াপাম্প এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং ড্রেসম্যান লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মস্থল থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শেফালী। ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।