গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোষাক শ্রমিকদের সড়ক অবরোধ
কড়া নজর প্রতিবেদনঃ
গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকার একটি পোশক কারখানার শ্রমিকরা আজ
বৃহস্পতিবার সকালে জুন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় এক ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল
শুরু হয়।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, লক্ষীপুরা এলাকার স্টাইল ক্রাফট পোশাক ২০০/২৫০ জন
শ্রমিকের জুন মাসের বেতন বকেয়া ছিল। ওই বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল সাড়ে
৮টার দিকে শিববাড়ী-চৌরাস্তা সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ
হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক
থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘন্টা পর যান চলাচল শুরু হয়। মালিক পক্ষের সাথে কথা বলে ওই
শ্রমিকদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।