কড়া নজর প্রতিবেদকঃ
সোমবার (২৩ আগস্ট) বিকালে জেলার কাটাখালী, মার্তা বাজার এবং নান্দুয়াইন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যায়।
নিহতরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাও ইউনিয়নের উরুন গ্রামের বৈলার বাড়ির আলাউদ্দিনের ছেলে অটো চালক নাজমুল হাসান (২২), গাজীপুর সদর থানার মধ্য ভূরুলিয়া এলাকার বোরহান উদ্দিনের ছেলে মিস্টার আলী (২২) এবং কাপাসিয়া উপজেলার চরলক্ষী এলাকার ইয়াসিনের ছেলে মোক্তার হোসেন (৫৫)। মোক্তার গাজীপুর এলজিইডি অফিসের রোলার চালক ছিলেন।
গাজীপুর সদর থানার এসআই বায়োজীদ জানান, সোমবার দুপুরে নগরের এলজিইডি অফিস থেকে মোটরসাইকেলযোগে মোক্তার গ্রামে যাচ্ছিলেন। পথে নান্দুয়াইন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও ট্রাকের মাঝামাঝি চলতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি।
তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ওসি আলম চাঁন জানান, সোমবার বিকেল ৩টার দিকে ঢাকা-কাপাসিয়া-মনোহরদী আঞ্চলিক সড়কের তরগাও ইউনিয়নের চান্দার টেক কাটাখালী এলাকায় এক কভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটো চালক নাজমুল ঘটনাস্থলেই মারা যান।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র সরকার জানান, সোমবার দুপুরে শ্রীপুর থেকে মোটরসাইকেল যোগে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন মিস্টার আলী।
শ্রীপুর উপজেলার মার্তা বাজার এলাকায় এক কভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মিস্টার গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।