কড়া নজর প্রতিবেদকঃ
গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আজমত আলীর (৩৩) । মোটরসাইকেল চালক শরিফুল ইসলাম (৩৮) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নাগরী-কালীগঞ্জ সড়কের মধ্যে চুয়ারিখোলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজমত আলী (৩৩) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পেস্তক গ্রামের আক্কেল আলীর ছেলে। তিনি উত্তরা থানা নির্বাচন অফিসে ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন এবং উত্তরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মোটরসাইকেল চালক আহত শরিফুল ইসলাম উজ্জ্বল (৩৮) উত্তরা আজমপুর মোল্লার টেক এলাকার লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে আজমত আলী ও শরিফুল ইসলাম উজ্জ্বল উত্তরা থেকে নরসিংদীর রায়পুরা যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে রওনা হয়।
দুপুরের দিকে কালীগঞ্জ-নাগরী সড়কের মধ্যে চুয়ারিখোলা এলাকায় পৌঁছালে বিপরিত দিকে থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আজমত আলীকে মৃত ঘোষণা করেন।