কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরীর চান্দনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে করোনার নমুনা পরীক্ষার জন্য জনপ্রতি ৮০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করছে। অসংখ্য অভিযোগ উঠলেও অন্ততঃ একজন এ ঘটনায় গাজীপুরের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারী আনিকা আক্তার লুবনা চান্দনা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট চান্দনা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আনিকা আক্তার লুবনা স্কুলমাঠ সংলগ্ন কেন্দ্রে তার করোনার নমুনা দেয়। একদিনের মধ্য নমুনার রিপোর্ট দেয়ার কথা বলে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নমুনা সংগ্রহকারী আনিকার কাছ থেকে ৮০০ টাকা নেয়। কিন্তু রিপোর্ট না দিয়ে তালবাহানা করতে থাকেন। ওইদিন তার সামনে আরও দুইজনের কাছ থেকে অতিরিক্ত ৮০০ টাকা নেয়া হয়।
চান্দনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ শুনেছেন বলে স্বীকার করেন। তিনি জানান, এ ব্যাপারে সিভিল সার্জনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু দুইবার ফোন করেও তার সাড়া পাননি।
কড়ানজরের তরফ থেকেও সিভিল সার্জনকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।