কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈরে ঘাটাখালি নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রসুলপুর বরিয়াবহ এলাকায় শনিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। ওই যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। যুবকের পরনে নীল ও কমলা রঙের চেক গেঞ্জি এবং কালো রঙের ট্রাউজার ছিল।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, উপজেলার রসুলপুর ও বরিয়াবহ এলাকার সীমানায় ঘাটাখালি নদীতে ওই যুবকের মরদেহ ভাসছিল। পরে এলাকাবাসী মরদেহটি দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। লাশটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কি না, তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ৩ থেকে ৪ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে যুবকের পরিচয় জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।