কড়া নজর প্রতিবেদকঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের মাঝুখান এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক মো. রফিক (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রফিক মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পানহাটা এলাকার সোয়াব আলী ফকিরের ছেলে।
জিআরপি নরসিংদী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, রফিক মাঝুখানের ভাড়া বাসায় থেকে এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন । বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অটোরিকশা নিয়ে রফিক মাঝুখান রেলগেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলগেট পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সিলেট মেইল ট্রেন অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং চালক রফিক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।