কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের বাঙ্গালগাছ এলাকায় একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। সোমবার (৯ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন জানান, ওই এলাকার স্টেপ ফুটওয়্যার লিমিটেডের তিন তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। আগুনে দ্বিতীয় তলায় থাকা জুতা ও জুতা তৈরির উপকরণ পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।
তিনি আরও জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।