কড়া নজর প্রতিবেদকঃ
গাজীপুরের সদর উপজেলার পাইনশাইল লবন্দহ খালে গোসলে নেমে তিন কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিচি আক্তার (১৫), একই গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪), একই গ্রামের হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪)। এছাড়া পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার (১০) নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লবন্দহ খালে এখন অথৈই পানি। প্রতিদিনই সেখানে আশপাশের শিশু-কিশোররা গোসল করতে নামে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রিচি, রিয়া, আইরিন ও মায়াসহ পাঁচ-ছয়জন শিশু-কিশোরী গোসলে নামে। এক পর্যায়ে ওই চারজন স্রোতের পানিতে তলিয়ে যায়। খালপাড়ে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে। সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
দুপুর দেড়টার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। মায়া আক্তার নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।