কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে শ্রমিকদের ভ্যাকসিন দিতে ৩১২ টি পোশাক কারখানা কর্তৃপক্ষ গাজীপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করেছে। আবেদনের ভিত্তিতে আগামী ১১ আগস্ট বা ১২ আগস্ট থেকে টিকা দেওয়া শুরু হতে পারে বলে জানান স্বাস্থ্য বিভাগ।
উল্লেখ্য, ৪টি কারখানার প্রায় ১২ হাজার শ্রমিক ঈদের আগে টিকা পেয়েছেন।
বিজিএমইএ সদস্যদের শ্রমিক-কর্মচারীর তালিকা সংশ্লিষ্ট এলাকার সিভিল সার্জন কার্যালয়ে পাঠানোর পরামর্শ দেয়।
গাজীপুর স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্ত ৩১২টি পোশাক কারখানা টিকা পেতে আবেদন করেছে। বিপুল শ্রমিক টিকা দিতে অনেক জনবল দরকার। তাই কারখানার স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দিয়ে গাজীপুরের স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে যুক্ত করা হবে। তারাই টিকা দিবে। কারখানা কর্তৃপক্ষ নিজ দায়িত্বে বুথ ও শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা করিবে।
এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান গনমাধ্যমকে জানান, টিকার জন্য নিবন্ধন কারখানা কর্তৃপক্ষ করবে।তাদের জন্য এসএমএসের অপেক্ষা করতে হবেনা। আগামী ১১ বা ১২ আগস্ট শ্রমিকদের টিকা দেওয়া শুরু করার সম্ভাবনা আছে।