কড়ানজর প্রতিবেদকঃ
কঠোর লকডাউন ও বিধিনিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজীপুরে স্প্যারো অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা খোলা রাখায় কারখানা কর্তৃপক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশে স্প্যারো অ্যাপারেলস কারখাটি গেট বন্ধ করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যামাণ আদালত অভিযান চালায়। এ সময় কারখানায় কয়েকশো নারী-পুরুষ শ্রমিক কাজ করছিলেন। তাদের ফ্লোর থেকে নামিয়ে দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হোসেন কারখানা মালিকপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কারখানা না চালানোর জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন বলেন, জরিমানা আদায়ের পর কারখানাটি বন্ধ রাখার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের কর্মকর্তারা কারখানার গেটে আসলেও গেট না খুললে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গেট টপকে ঢুকতে হয়েছে।