গাজীপুরে করোনায় আক্রান্ত সাড়ে তিন হাজার – মৃত্যু ৪২

কড়া নজর প্রতিবেদনঃ
গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৪২ জনের। এর বাইরে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। সর্বশেষ গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ‘রেড জোন’ ঘোষণাকৃত এলাকায় হোম আইসোলেশনের থাকা করোনা ‘পজিটিভ’ এক ব্যক্তি মারা গেছেন। গাজীপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৮। গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৪ জনের। তাঁদের মধ্যে গাজীপুর সদরে ১২ জন, কালিয়াকৈরে ১২ জন, শ্রীপুরে ২০ জন ও কালীগঞ্জে ১০ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন ৮২৬ জন।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে হোম কোয়ারেন্টিনে সংযুক্ত হয়েছেন ৫৭ জন ও কোয়ারেন্টিন মেয়াদ সম্পন্ন করেছেন ১৩২ জন। মোট হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৭৩৮, যাঁদের মধ্যে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মেয়াদের কোয়ারেন্টিন শেষে বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৭ হাজার ৬৯১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কেন্দ্রে বর্তমানে কোনো ব্যক্তি কোয়ারেন্টিনে নেই। এ নিয়ে গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা ৯ হাজার ৭৮৭ জনের মধ্যে চিকিৎসকের কাছ থেকে সুস্থতার সনদ পেয়েছেন ৭ হাজার ৭৪০ জন ।