কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে ১ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ১০ দিনে মোট ৫৭জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৪২জন।নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ গাহার ৮১১ জনের।
গাজীপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
এ পর্যন্ত গাজীপুরের মোট ১ লাখ ১১ হাজার ৮১৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ২০ হাজার ৪৮৪ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ৩৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৬৭ জন।
এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১২ হাজার ৩৯৩ জন। এছাড়াও শ্রীপুরে ২৬৪৪ জন, কালিয়াকৈরে ২০৬২ জন, কাপাসিয়ায় ১৮৮০ জন এবং কালীগঞ্জে ১৫০৫ জন।
৩১ জুলাই মোট শনাক্তের সংখ্যা ছিলো ১৮ হাজার ৩৪২ জন। ১০ আগস্ট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৮৪ জন। ৩১ জুলাই মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩৩৮ জন। যা পহেলা আগস্ট পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৯৫ জন।”
”সে হিসেবে জুলাই মাসে মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৪২ জন। আর এ সময়ে মারা গেছেন মোট ৫৭ জন।”
”১ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৩ জন।”