কড়ানজর প্রতিবেদকঃ
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় ৫০ বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, আজ সকালে খিলক্ষেত বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তি গুরুতর আহত হন। তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। সকাল সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।