কড়ানজর প্রতিবেদনঃ
গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে ২২৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৮ জন; যা এর আগের দিন ছিলো আট হাজার ৪৮৯ জন। আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে।
সরকারি এনিয়ে মৃত্যুর সংখ্যা দাড়াল ১৭ হাজার ৮৯৪ জন এবং শনাক্তের সংখ্যা ১১ লাখ তিন হাজার ৯৮৯জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৮৪৫ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন নয় লাখ ৩২ হাজার আটজন।
করোনাতে রোগী শনাক্তের হার ২৯ দশমিক শূন্য নয় আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৫ জনের মধ্যে পুরুষ ১২৩ জন আর নারী ১০২ জন। দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১২ হাজার ৪১৪ জন আর নারী মারা গেলেন পাঁচ হাজার ৪৮০ জন।