কড়া নজর প্রতিবেদকঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আরও সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাটোরের একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কোভিড উপসর্গ নিয়ে রাজশাহীতে তিন, নওগাঁয় দুই ও পাবনায় একজনসহ মোট ছয় জন মারা গেছেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সেপ্টেম্বর মাসের ১৬ দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড আইসোলেশন ইউনিটে মারা গেছেন ১০৩ জন। এর মধ্যে করোনাভাইরাসে ৩৪ জন, কোভিড সংক্রমণের উপসর্গ নিয়ে ৫৭ জন এবং কোভিড নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় সাত জনের মৃত্যু হয়।
এর আগে গত আগস্ট মাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড আইসোলেশন ইউনিটে মারা গেছেন ৩৭৪ জন। এর মধ্যে করোনাভাইরাসে ১৫৪ জন, কোভিড সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮৬ জন এবং কোভিড নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩৪ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণে হাসপাতালে করোনাভাইরাসে একজন এবং করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ছয় জনসহ মোট সাত জন মারা গেছেন। তাদের মধ্যে ২ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৩ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।