কড়া নজর প্রতিবেদকঃ
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। অন্য চারজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে। এর আগে, গত শনিবার ৭জনের মৃত্যু হয় এবং রবি ও সোমবার যথাক্রমে ১০ জনের মৃত্যু হাসপাতালটিতে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে হাসপাতালে একজন মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। এদের মধ্যে রাজশাহীর ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন রয়েছেন।
পরিচালক আরও জানান, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে ভর্তিকৃত রোগী ছিলেন ১৪০ জন। এক দিন আগে এই সংখ্যা ছিল ১৩৩। বর্তমানে রাজশাহীর ৬৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৮ জন, নওগাঁর ৯ জন, পাবনার ১৪ জন, কুষ্টিয়ার ১০ জন, চুয়াডাঙ্গার ২ জন, জয়পুরহাট এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনাভাইরাস নিয়ে ভর্তি রয়েছেন ৫০ জন আর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৮ জন। করোনাভাইরাস ধরা পড়েনি এমন ভর্তি রয়েছেন ৩২ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।