কড়ানজর প্রতিবেদকঃ
যশোরের তিন উপজেলার ৩৫% মানুষের শরীরে তৈরি হয়েছে করোনাভাইরাসের প্রাকৃতিক অ্যান্টিবডি।
শনিবার (৭ আগস্ট) প্রকাশিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের আসা কিংবা এ ভাইরাসের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে এ প্রাকৃতিকভাবে এ ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে।
জেলাটির ঝিকরগাছা, চৌগাছা ও সদর উপজেলার মোট ৪শ’ জনের রক্তের নমুনা সংগ্রহ করে র্যাপিড অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে এ গবেষণা চালানো হয়।
বিশ্ববিদ্যালয়টির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীরের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে কোভিড শনাক্ত রোগী ছিল এমন পরিবারের অন্যান্য সদস্যের ভেতর ৩৮ শতাংশ মানুষের প্রাকৃতিক অ্যান্টিবডি গড়ে উঠেছে। পাশাপাশি পাশের বাড়িতে কোভিড আক্রান্ত হয়েছে এমন ২৪ শতাংশ মানুষের শরীরেও অ্যান্টিবডি পাওয়া গেছে।
গবেষণাটিতে ভ্যাকসিন গ্রহণকারীদের বাদ দেওয়ার পরও এত বেশি মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টিবডি থাকা এটাই প্রমাণ করে যে, কোভিড উপসর্গহীন মানুষের সংখ্যা আমাদের পাশে অনেক বেশি রয়েছে।