কড়া নজর প্রতিবেদকঃ
শনিবার (২১ আগস্ট) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনাভাইরাস আক্রান্ত স্বামীর মৃত্যুর হয়। তার ঠিক ছয় ঘণ্টার পর স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সেনা বাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো. আবুল কাসেম (৮১) এবং তার স্ত্রী খাদিজা বেগম (৭১)।
সংশ্লিষ্টরা জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মো. আবুল কাসেমের মারা গেলে পরিবারের লোকজন তার লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এসময় তার স্ত্রী খাদিজা বেগমেরও মৃত্যুর সংবাদ পান তাদের সন্তানরা। তিনি দুপুর ১২টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।