কড়া নজর প্রতিবেদকঃ
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৩,২২,৭৬,৭১৩ এবং মোট মৃতের সংখ্যা ৪৭,৫৭,২৯৯ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, এ পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়েছে বিশ্বের ২০,৮৮,৮৫,৫৯৭ মানুষ।
এরআগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে বিশ্বের ৮,৪১৯ জন মানুষের। ভাইরাসটিতে আক্রান্ত হন ৪,৯৭,৭৩৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩,৩৮,০৬৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬,০৪০ জন। ফলে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত দুটির সংখ্যাই কমেছে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৪,৩২,৩৯,৭১৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬,৯৬,৮৩৭জন।
অপরদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫,৯১,৫১৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২,১২,৪৭,৬৬৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শনিবার পর্যন্ত মোট ৩,৩৫,৩০,০৭৭ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৫,৮০১ জনে।