কড়া নজর প্রতিবেদকঃ
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৩,০২,৭৪,৭৫৫ এবং মোট মৃতের সংখ্যা ৪৭,২১,৫৭১ জনে দাঁড়িয়েছে।
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৪,৩২,৩৯,৭১৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬,৯৬,৮৩৭জন।
অপরদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫,৯১,৫১৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২,১২,৪৭,৬৬৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বুধবার পর্যন্ত মোট ৩,৩৫,৩০,০৭৭ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৫,৮০১ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট শনাক্ত হয়েছে ১,৫৬২ জন, এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনে। একইসময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৭৭ জনে।
দীর্ঘদিন পর দেশে করোনাভাইরাস শনাক্তের হার ৫% এর নিচে নেমেছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪.৬৯%।