কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার প্রায় ৬৯ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
রবিবার (০১ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৫৮৭টি নমুনা পরীক্ষায় ৪০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ১০৯ জন, কালিগঞ্জে ১৮জন, কালিয়াকৈরের ১৯ জন, কাপাসিয়ার ৬৮ জন ও শ্রীপুরের ১১০ জন রয়েছেন।
এ পর্যন্ত এ জেলায় ১৮৭৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১১ হাজার ৫০৯ জন, কালীগঞ্জের ১৩৭২ জন, কালিয়াকৈরের ১৯১৪ জন, কাপাসিয়ার ১৫৩০ জন, শ্রীপুরের ২৪২২ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৩৪০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৪৫১ জন।
এদিকে রোগীর চাপে জেলায় করোনা চিকিৎসার একমাত্র শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কোন বিছানা খালি নেই। ১২০ বিছানার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৫৭ জন।
এর আগেরদিন শনিবার (৩১জুলাই) ২৪ ঘণ্টায় ২৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।