কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার প্রায় ১০ শতাংশ। এসময় করোনায় আক্রান্ত হয়ে ০১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৪৩১টি নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ২৩ জন, কালীগঞ্জে ০ জন, কালিয়াকৈরের ২ জন, কাপাসিয়ার ১ জন ও শ্রীপুরের ৫ জন রয়েছেন।
এ পর্যন্ত এ জেলায় ২৪২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১৪ হাজার ৬৫১ জন, কালীগঞ্জের ১৭৬২ জন, কালিয়াকৈরের ২৩০৬ জন, কাপাসিয়ার ২৪০৮ জন, শ্রীপুরের ৩১৭০ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২৩ হাজার ৬২৬ জন।
এর আগেরদিন বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ০১ জনের মৃত্যু হয়েছে।