কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ২৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার প্রায় ২৫ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৯৬৭টি নমুনা পরীক্ষায় ২৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ১৪৫ জন, কালীগঞ্জে ১৭জন, কালিয়াকৈরের ১১ জন, কাপাসিয়ার ৩১ জন ও শ্রীপুরের ৪২ জন রয়েছেন।
এ পর্যন্ত এ জেলায় ২১৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১২ হাজার ৯৩৭ জন, কালীগঞ্জের ১৫৭৩ জন, কালিয়াকৈরের ২১০৭ জন, কাপাসিয়ার ১৯৮৩ জন, শ্রীপুরের ২৮৩১ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৭ হাজার ৬০১ জন।
এর আগেরদিন শনিবার (১৪ আগস্ট) ২৪ ঘণ্টায় ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ০২ জনের মৃত্যু হয়েছে।