কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ১৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার প্রায় ৩৪ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৫৭৩টি নমুনা পরীক্ষায় ১৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ১০৮ জন, কালীগঞ্জে ১২জন, কালিয়াকৈরের ১২ জন, কাপাসিয়ার ২৪ জন ও শ্রীপুরের ৪০ জন রয়েছেন।
এ পর্যন্ত এ জেলায় ২১১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১২ হাজার ৭৩২ জন, কালীগঞ্জের ১৫৪৮ জন, কালিয়াকৈরের ২০৯৫ জন, কাপাসিয়ার ১৯৫০ জন, শ্রীপুরের ২৭৭৬ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৭ হাজার ২৭ জন।
এর আগেরদিন বৃহস্পতিবার (১২ আগস্ট) ২৪ ঘণ্টায় ১৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ০৩ জনের মৃত্যু হয়েছে।