কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ১৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার প্রায় ২৫ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৭৩৫টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ১০০ জন, কালীগঞ্জে ১৪জন, কালিয়াকৈরের ০৪ জন, কাপাসিয়ার ২৩ জন ও শ্রীপুরের ৪২ জন রয়েছেন।
এ পর্যন্ত এ জেলায় ২০৯০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১২ হাজার ৬২৪ জন, কালীগঞ্জের ১৫৩৬ জন, কালিয়াকৈরের ২০৮৩ জন, কাপাসিয়ার ১৯২৬ জন, শ্রীপুরের ২৭৩৬ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৬ হাজার ৫৪০ জন।
এর আগেরদিন বুধবার (১১ আগস্ট) ২৪ ঘণ্টায় ২৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।