কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার প্রায় ২২ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৬১৭টি নমুনা পরীক্ষায় ১৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ৮৮ জন, কালীগঞ্জে ১৩জন, কালিয়াকৈরের ১৩ জন, কাপাসিয়ার ০৯ জন ও শ্রীপুরের ১১ জন রয়েছেন।
এ পর্যন্ত এ জেলায় ২২৭৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১৩ হাজার ৭৫৮ জন, কালীগঞ্জের ১৬৫৯ জন, কালিয়াকৈরের ২১৮৪ জন, কাপাসিয়ার ২১৯৭ জন, শ্রীপুরের ২৯৮৩ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪৫১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২০ হাজার ৭১৪ জন।
এর আগেরদিন সোমবার (২৩ আগস্ট) ২৪ ঘণ্টায় ১৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ০১ জনের মৃত্যু হয়েছে।