কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ১৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার প্রায় ৫১ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে।
রবিবার (০৮ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৫৭টি নমুনা পরীক্ষায় ১৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ৫৯ জন, কালীগঞ্জে ১৪জন, কালিয়াকৈরের ০৫ জন, কাপাসিয়ার ৩২ জন ও শ্রীপুরের ২১ জন রয়েছেন।
এ পর্যন্ত এ জেলায় ২০০০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১২ হাজার ১৩৩ জন, কালীগঞ্জের ১৪৭৫ জন, কালিয়াকৈরের ২০২২ জন, কাপাসিয়ার ১৭৯৪ জন, শ্রীপুরের ২৫৮২ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৩৮১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৫ হাজার ৫৮৪ জন।
এর আগেরদিন শনিবার (৭আগস্ট) ২৪ ঘণ্টায় ৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।