কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার ২৩ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৫৪৪টি নমুনা পরীক্ষায় ১২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ৬৪ জন, কালীগঞ্জে ০৬ জন, কালিয়াকৈরের ২২ জন, কাপাসিয়ার ০৮ জন ও শ্রীপুরের ২৭ জন রয়েছেন।
এ পর্যন্ত এ জেলায় ২২৯১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১৩ হাজার ৮২২ জন, কালীগঞ্জের ১৬৬৫ জন, কালিয়াকৈরের ২২০৯ জন, কাপাসিয়ার ২২০৫ জন, শ্রীপুরের ৩০১০ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২১ হাজার ৫৭ জন।
এর আগেরদিন মঙ্গলবার (২৪ আগস্ট) ২৪ ঘণ্টায় ১৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ০১ জনের মৃত্যু হয়েছে।