কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ১২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার প্রায় ২৯ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৪৩২টি নমুনা পরীক্ষায় ১২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ২৮ জন, কালীগঞ্জে ১২জন, কালিয়াকৈরের ১৪ জন, কাপাসিয়ার ২৫ জন ও শ্রীপুরের ৪৪ জন রয়েছেন।
এ পর্যন্ত এ জেলায় ২২৪৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১৩ হাজার ৫৯৬ জন, কালীগঞ্জের ১৬৪৫ জন, কালিয়াকৈরের ২১৬৪ জন, কাপাসিয়ার ২১৩০ জন, শ্রীপুরের ২৯৫৮ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৯ হাজার ৯৪৫ জন।
এর আগেরদিন শনিবার (২১ আগস্ট) ২৪ ঘণ্টায় ২৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ০৫ জনের মৃত্যু হয়েছে।