কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ১১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার ১৮ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৬৩৮টি নমুনা পরীক্ষায় ১১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ৫৫ জন, কালীগঞ্জে ১০ জন, কালিয়াকৈরের ১৯ জন, কাপাসিয়ার ২৩ জন ও শ্রীপুরের ৮ জন রয়েছেন।
এ পর্যন্ত এ জেলায় ২৩০২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১৩ হাজার ৮৭৭ জন, কালীগঞ্জের ১৬৭৫ জন, কালিয়াকৈরের ২২২৮ জন, কাপাসিয়ার ২২২৮ জন, শ্রীপুরের ৩০১৮ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২১ হাজার ৩১৮ জন।
এর আগেরদিন বুধবার (২৫ আগস্ট) ২৪ ঘণ্টায় ১২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ০২ জনের মৃত্যু হয়েছে।