কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার প্রায় ৪২ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৫১টি নমুনা পরীক্ষায় ১০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ৬৩ জন, কালীগঞ্জে ০জন, কালিয়াকৈরের ১১ জন, কাপাসিয়ার ২৬ জন ও শ্রীপুরের ০৫ জন রয়েছেন।
এ পর্যন্ত এ জেলায় ২১৯৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১৩ হাজার ২৭১ জন, কালীগঞ্জের ১৫৮৯ জন, কালিয়াকৈরের ২১৪৯ জন, কাপাসিয়ার ২০৭৯ জন, শ্রীপুরের ২৮৮৯ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৮ হাজার ৮৮৯ জন।
এর আগেরদিন মঙ্গলবার (১৮ আগস্ট) ২৪ ঘণ্টায় ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ০২ জনের মৃত্যু হয়েছে।