কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ২৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার ৪২ দশমিক ৫১ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৫৮১টি নমুনা পরীক্ষায় ২৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ১৩৭ জন, কালীগঞ্জের ১৫ জন, কালিয়াকৈরের ০৯ জন, কাপাসিয়ার ৪৩ জন ও শ্রীপুরের ৪৩ জন রয়েছেন।
এ পর্যন্ত এ জেলায় ১৮০৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১১ হাজার ১০৯ জন, কালীগঞ্জের ১৩৫৪ জন, কালিয়াকৈরের ১৮৯৪ জন, কাপাসিয়ার ১৪২১ জন, শ্রীপুরের ২৩০৭ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ১১০ জন।
এর আগেরদিন বৃহস্পতিবার (২৯জুলাই) ২৪ ঘণ্টায় ২৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।