কড়ানজর প্রতিবেদকঃ
গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এসময় শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮১৭ জন। এখন পর্যন্ত এ ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ হাজার ৬৩৮ জন।
অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।
কোভিড আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন।
গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৫১৪টি জনের নমুনা পরীক্ষা করা হয়।