কড়ানজর প্রতিবেদকঃ
গত ২৪ ঘণ্টায় আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এসময় শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭৭৬ জন। এখন পর্যন্ত এ ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ হাজার ৩৯৭ জন।
অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনে।
কোভিড আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ২৮৪টি জনের নমুনা পরীক্ষা করা হয়।