কড়ানজর প্রতিবেদকঃ
গত ২৪ ঘণ্টায় আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এসময় শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৬৫ জন। এখন পর্যন্ত এ ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৮১০ জন।
শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে।
কোভিড আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৬৪১টি জনের নমুনা পরীক্ষা করা হয়।