কড়ানজর প্রতিবেদকঃ
গত ২৪ ঘণ্টায় আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এসময় শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৬৬জন। এখন পর্যন্ত এ ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৩৪৯ জন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।
কোভিড আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়।