কড়ানজর প্রতিবেদকঃ
খুলনা বিভাগঃ
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এসময় ৪ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষার বিপরীতে ১ হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগে গতকাল করোনায় ৩৩ জনের মৃত্যু, ৮৫৮ জন সুস্থ এবং ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। অর্থাৎ গতকালের চেয়ে মৃত্যু, সুস্থ, শনাক্ত, শনাক্তের হার, নমুনা পরীক্ষা সবই বেড়েছে। কুষ্টিয়ায় শনাক্তের সংখ্যা ১৩ হাজার ও ঝিনাইদহে ৭ হাজার ছাড়িয়েছে।
বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১ হাজার ৩২৮ জন। সুস্থতার হার ৭০ শতাংশ। বর্তমানে করোনা রোগী রয়েছেন ২৩ হাজার ৫৬৩ জন।
বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ২ হাজার ১৭১। মৃত্যুহার ২ দশমিক ৪৯।
বরিশাল বিভাগ:
বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এসময় ১ হাজার ৮২৬ জনের নমুনা পরীক্ষায় ৭৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় নতুন ৭৬৬ জনের মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ২৭৩ জন (এ নিয়ে মোট ১১ হাজার ৩০২ জন), পটুয়াখালীতে নতুন ১০৬ জন (এ নিয়ে মোট ৩ হাজার ৫৫৯ জন), ভোলায় নতুন ১০২ জন (এ পর্যন্ত মোট ২ হাজার ৯৬৯ জন), পিরোজপুরে নতুন ৫৯ জন (এ পর্যন্ত মোট ৩ হাজার ৯৩০ জন), বরগুনায় নতুন ১১৯ জন (এ নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৫০৭ জন) এবং ঝালকাঠিতে নতুন ১০৭ জন (মোট ৩ হাজার ৬৪৪ জন)। এ নিয়ে গত বছরের এপ্রিল থেকে এই বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৯১১ জন।
সিলেট বিভাগ:
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মারা গেছেন ৬১৭ জন।
একই সময়ে বিভাগে ১ হাজার ২২৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৪০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৪৬ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় ছয়জন, সুনামগঞ্জে একজন ও মৌলভীবাজারে তিনজন বাসিন্দা রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ৬১৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৪৭৩ জন সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগ:
রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ দিনে বিভাগে ৩২ নারীসহ ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিভাগে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮শ ৩৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় ৩ হাজার ৩শ ৬০ জনের নমুনা পরীক্ষার পর রেকর্ড ৯২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত দেড় বছরের মধ্যে এটাই সর্বোচ্চ শনাক্ত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের হার বেড়ে ২৭ দশমিক ৩৮ ভাগে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে দু লাখ ২ হাজার ৪৭৬ জনের। এদের মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ৪০ হাজার ৬৬ জন। সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯৭৪ জন।