কড়া নজর প্রতিবেদকঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান। একজনের মৃত্যু হয়েছে কোভিডের পরবর্তী জটিলতার কারণে।
এ জেলায় এ মাসের গত ২১ দিনে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রয়েছে রাজশাহীর একজন, নওগাঁর ২জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও পাবনার একজন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে ২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। মোট ভর্তি রোগী আছেন ১২২ জন।