কড়া নজর প্রতিবেদকঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় র্যাব-১০ সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক মারা গেছেন। নিহতের একজনের ৩০ বছর এবং অপরজনের ২৮ বছর। তাদের পরিচয় এখনো জানা যায়নি। র্যাব বলছে, তারা র্যাবের টহল দলের ওপর আক্রমণ চালালে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন জানান, ‘সোমবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টে টহলরত র্যাবকে আক্রমণ করলে বন্দুকযুদ্ধে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।’
নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।