গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রিলিফ ভাস্কর্য স্থাপনের কাজ শুরু
কড়া নজর প্রতিবেদন –
গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন প্রকল্পের অন্যতম অংশ রিলিফ ভাস্কর্য স্থাপনের কাজ আজ বুধবার শুরু হয়েছে। গøাস ফাইবার মাধ্যমে করা এ ভাস্কর্য নির্মাণ করেছেন শিল্পী কুয়াশা বিন্দু। শিল্পকর্মটির মোট ১১টি খন্ড। এগুলো ধারাবাহিকভাবে সাঁটানো হচ্ছে ৯০ ফুট দৈর্ঘের দেয়ালে।
এর মাধ্যমে মূর্ত হয়ে ওঠেছে ৫২’র ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ পর্ব এবং গাজীপুরের স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের মুখাবয়ব।
মুক্তিযুদ্ধ পর্বে আছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, অস্ত্র উঁচিয়ে মুক্তিযোদ্ধাদের দৃপ্ত উচ্চারণ ‘জয় বাংলা’। বাংলা মাকে শত্রæমুক্ত করার প্রত্যয়, পাক হানাদার বাহিনীর নৃশংসতার স্বাক্ষর বহন করা রিকশার মধ্যে ঝুলে থাকা হতভাগ্য যুবকের লাশ, খুঁটির মধ্যে দুই হাত উঁচু করে বাঁধা লাখো বীরঙ্গণার একজনের জীবম্মৃত মুখাবয়ব, রণাঙ্গনের বীরত্ব, ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় নিশ্চিত করার পর মুক্তিযোদ্ধাদের উল্লাস এবং পরিশেষে মাথা নিচু কওে রেসকোর্স ময়দানে জেনারেল নিয়াজীর আত্মসমর্পনের দলিলে স্বাক্ষর।
মাঝখানের ৩০ ফুঁট দেয়ালে স্থান পাচ্ছে গাজীপুরের সেই সব সূর্যসন্তানের মুখাবয়ব – যারা জেলার গন্ডি ছাড়িয়ে জাতীয় পর্যায়ে রাজনীতি, বিজ্ঞান চর্চা, শিল্প-সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে বিরল অবদান রেখেছেন।
উল্লেখ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালযের অর্থায়নে নেয়া এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল গত ১৬ ডিসেম্বরের আগে।
£