কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
কড়া নজর প্রতিবেদনঃ

বরেণ্য কণ্ঠশিল্পী, সংগীত ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ। ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের এই নক্ষত্র। আশি বছরে পদার্পণের এই দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। অগণিত কালজয়ী গানের এই শিল্পী জানান, ঘটা করে জন্মদিন পালন করা কখনই হয়ে ওঠেনি। তারপরও এই দিনটি এলে সবাই শুভেচ্ছা জানান, দোয়া করেন, এটাই বড় প্রাপ্তি। অন্যান্য দিনের মতোই পরিবারের সঙ্গে সময় কাটবে তার।
বাবার শখের গ্রামোফোন রেকর্ডের গান শুনে কৈশোর থেকেই গানের অনুরাগী হয়ে ওঠেন হাদী। এরপর নিজের নিরলস চেষ্টা ও একাগ্রতায় বেতার, টেভিলিশন, চলচ্চিত্র-সব মাধ্যমেই সমান তালে গান করেছেন। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে ‘যেও না সাথী’, ‘চোক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘আছেন আমার মোক্তার’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’ প্রভৃতি উল্লেখযোগ্য। শ্রেষ্ঠ গায়ক হিসেবে এই গুণী শিল্পী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।