কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিয়াকত আলী (৭২) নামক এক আসামির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ময়মনসিংহের তারাকান্দা থানার রামচন্দ্রপুর এলাকার জমির শেখের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, ময়মনসিংহের তারাকান্দা থানায় ০৩(৮)২০০১নং মামলায় ২০১৯ সালে ২০ মার্চ আদালত লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন। এরপর তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ২০১৯ সালে ৬ মে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাইসিকিউরিটিতে পাঠানো হয়। তখন থেকেই তিনি এখানে ছিলেন।
শনিবার (১৪ আগস্ট) সকালে কারাগারের ভেতর লিয়াকত আলী অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। একপর্যায়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।