কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরের কালিগঞ্জে এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সোমবার (২ আগস্ট) সকালে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার একমাত্র আসামি অনিক ভূঁইয়া (২১) উপজেলার বক্তারপুর ইউনিয়নের আটলাব পূর্ব পাড়া এলাকার আকবর ভূঁইয়ার ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মিজানুল হক বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সোমবার সকালে মামলা করেছেন। মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ভিকটিম কৃষকের মেয়ে (১৫) স্থানীয় এক দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় আসা-যাওয়া পথে উত্যক্ত করত বখাটে অনিক। গত শুক্রবার (৩০ জুলাই) বিকেলে ভুক্তভোগীকে বাড়ির পাশে মেয়েটিকে একা পেয়ে জোড়পূর্বক ভয়ভীতি দেখিয়ে এলাকার এক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে অনিক। এ সময় ভিক্টিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে অনিক পালিয়ে যায়।
পরে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।