কড়া নজর প্রতিবেদকঃ
আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জ বাজারের একটি মার্কেটের দোতলার সিঁড়ি কোঠা থেকে অটল ভৌমিক নামক এক দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত অটল নেত্রকোনা জেলার অনিল ভৌমিকের ছেলে। তিনি কালীগঞ্জ বাজারের বাবুল অ্যান্ড ব্রাসার্স মার্কেটে রতন চন্দ্র সাহা মালিকানাধীন বিস্কুট, মুড়ির দোকানে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, অটল গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ফিরেছেন। গতকাল শুক্রবার সারাদিন কাজ শেষ করে রাত ১০টার দিকে ওই মার্কেটে তাদের দোকানের গুদাম ঘরে অটলসহ আরও দুজন ঘুমিয়েছিল। বাইরে থেকে কলাপসিপল গেইটে দোকান মালিক তালা লাগিয়ে রেখে যায়। আজ সকালে গেইট খুলে তাদের ডাকতে গেলে দোতলার সিঁড়ি কোঠার আড়ার সঙ্গে প্লাস্টিকের রশিতে অটলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখেন দোকানের মালিক। অন্যদিকে দোকানের গুদামে থাকা বাকি দুই কর্মচারীর ঘর বাইরে থেকে আটকানো ছিল। পরে থানায় খবর দিলে পুলিশ অটলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।