
কড়া নজর প্রতিবেদকঃ
কালিয়াকৈরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ হানিফ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে সফিপুর আনসার একাডেমির তিন নম্বর গেইটের পার্শ্ববর্তী হাবিবপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করেছে।
নিহত হানিফ মাদারীপুর জেলার কালকিনি থানার সাহেব রামপুর এলাকার কাঞ্চন সিকদারের ছেলে। তিনি হাবিবপুর এলাকার মজিবর রহমানের মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকতেন।
পুলিশ জানায় , হানিফের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ নানা বিভিন্ন অভিযোগে কালিয়াকৈর থানায় ১০টি মামলা রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার জানান, ‘রাত ৩টার দিকে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় হানিফ গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। এ সময় পুলিশের চার সদস্য আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ওয়ান শ্যুটার গান, দেশে তৈরি একটি এলজি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।’
নিহতের পরিবারের একাধিক সদস্য দাবি করেন, দুইদিন আগে পুলিশ হানিফকে গ্রেপ্তার করে।