কালিয়াকৈরের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কড়া নজর প্রতিবেদনঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় প্রায় শতাধিক বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিনব্যাপি অভিযোন চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয় ।
তিতাস গ্যাস বিপনন এন্ড বিতরণ কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের উপ-সহকারীর প্রকৌশলী মাসুদ পারভেজ জানান, উপজেলার রতনপুর এলাকায় শতাধিক বাড়িতে অবৈধ সংযোগ রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় । করোনা ভাইরাসের সুযোগে অবৈধ সংযোগ গ্রহন করে শতাধিক বাড়িতে।
বৃহস্পতিবার দিনব্যাপি অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় বিভিন্ন বাড়ি থেকে গ্যাসের চুলা, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ তুলে নেয়া হয় ।